শেরপুর ডায়াবেটিক সমিতি (শেডাস)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরপুর ডায়াবেটিক সমিতির নিজস্ব প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সহ-সভাপতি ফাহিমা সামাদ। পরে প্রয়াত আজীবন সদস্য ও অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য সিরাজুল হক পনির, অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন, এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এডভোকেট আনিসুজ্জামান আনিস, শাহি উম্মুন বানিনসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শেরপুর ডায়াবেটিক সমিতি একটি মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সেবা দিয়ে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আজ একটি শক্ত অবস্থানে পৌঁছেছে। তারা আরও বলেন, জেলা হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকের তুলনায় ডায়াবেটিক হাসপাতালের সেবার মান অত্যন্ত উন্নত, যা সাধারণ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
আলোচনা সভা শেষে ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে তিনজন রোগীকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় সমিতির আজীবন সদস্য, সাধারণ সদস্যসহ বিপুল সংখ্যক সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন