‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই উদ্দীপনাময় স্লোগানকে ধারণ করে শেরপুরে উদযাপিত হলো তারুণ্যের উৎসব–২০২৫ ভলিবল প্রতিযোগিতা। উৎসবের অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস, শেরপুরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
২৪ ডিসেম্বর বিকেলে শহীদ দারোগ আলী পার্কে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, “তারুণ্যই দেশের সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে একটি সুস্থ, সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু। এছাড়াও ক্রীড়া সংস্থার সদস্য জিন্নত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চার উপজেলার লড়াই, চ্যাম্পিয়নের মুকুট নকলার এই ভলিবল প্রতিযোগিতায় জেলার চারটি উপজেলা দল অংশগ্রহণ করে— শেরপুর সদর উপজেলা, নকলা উপজেলা, শ্রীবরদী উপজেলা, ঝিনাইগাতী উপজেলা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নকলা উপজেলা দল ঝিনাইগাতী উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। খেলোয়াড়দের নৈপুণ্য, দর্শকদের উচ্ছ্বাস এবং সুশৃঙ্খল আয়োজনে তারুণ্যের উৎসব–২০২৫ শেরপুরবাসীর জন্য এক স্মরণীয় দিনে রূপ নেয়।
সার্বিকভাবে, খেলাধুলার মাধ্যমে তারুণ্যের শক্তিকে উদ্দীপ্ত করার এই উদ্যোগ শেরপুরে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ সংস্কৃতির বার্তা ছড়িয়ে দেয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন