শেরপুর জেলা পুলিশের এক গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী হলো পুলিশ সুপার কার্যালয়। গত ২৩ ডিসেম্বর বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এএসআই (নিরস্ত্র) পদ থেকে এসআই (নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য কানন কুমার দাশ-কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে উপস্থিত থেকে র্যাংক ব্যাজ পরিধান করাতে অংশ নেন ইন্সপেক্টর মোঃ দুলাল আকন্দ। র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানটি পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মোঃ রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত এসআই কানন কুমার দাশকে অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতির মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে যায়। তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
পদোন্নতিপ্রাপ্ত এসআই কানন কুমার দাশ এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা ও সহযোগিতা নিয়ে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন।
অনুষ্ঠানটি জেলা পুলিশের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণা সঞ্চার করেছে বলে উপস্থিত কর্মকর্তারা মত প্রকাশ করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন