নিজস্ব প্রতিবেদক ।। ‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব- ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে জামালপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর রবিবার জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এ. কে. এম আব্দুল্লাহ বিন-রশিদ। জামালপুর জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামালপুর জেলা ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের সদস্য সচিব এ.বি.এম আরিফুল হক,জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ শিবলী নোমান ইদ্রিস। হ্যান্ডবল প্রতিযোগিতায় জামালপুরের চারটি ক্লাব অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় আউয়াল স্মৃতি হ্যান্ডবল ক্লাব চ্যাম্পিয়ন ও মোহামেডাম স্পোটিং ক্লাব রানার্স আপ হন। খেলার শুরুতে খেলোয়াড়দেরকে মাঝে জার্সি প্রদান করা হয়। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের হাতে ট্রফি তুলে করেন। হ্যান্ডবল প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন শান্ত মিয়া,মোছাঃ মিষ্টি,বাসেদ আলম,শাহীন সুলতানা প্রমুখ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক খেলোয়াড়বৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া অফিস আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
0


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন