শেরপুর জেলায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST) স্থাপনের লক্ষ্যে প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজার সংলগ্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ঊর্ধ্বতন সেনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে প্রায় ২০ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, স্থানটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ভৌগোলিক ও অবকাঠামোগত দিক থেকে উপযোগী কি না, তা যাচাই করতেই এই পরিদর্শন।
পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন কর্নেল ইব্রাহিম ফারুক, বিজিবিএম; ঘাটাইল সেনানিবাসের ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-আমিন (পিএসসি), শেরপুরন জেলা সেনা ক্যাম্প কমান্ডার মেজর তারেক আজিজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, শেরপুরে BAUST স্থাপিত হলে এই অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত BAUST দেশের অন্যতম স্বনামধন্য প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শেরপুরে এর শাখা স্থাপনের উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত আশাব্যঞ্জক হিসেবে দেখছেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন