শেরপুর সদর সার্কেল অফিস, পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সদর সার্কেল অফিস, শেরপুর শহর পুলিশ ফাঁড়ি, গৌরীপুর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরিদর্শনে পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কম্পাউন্ড, ব্যারাক, সেরেস্তা, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। একই সঙ্গে কর্মরত সকল অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ সরেজমিনে যাচাই করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন।
এ সময় তিনি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) জনাব মোঃ মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)