শেরপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির মানোন্নয়ন এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সদর সার্কেল অফিস, শেরপুর শহর পুলিশ ফাঁড়ি, গৌরীপুর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরিদর্শনে পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কম্পাউন্ড, ব্যারাক, সেরেস্তা, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। একই সঙ্গে কর্মরত সকল অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ সরেজমিনে যাচাই করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন। এ সময় তিনি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন