শেরপুর জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করিয়েছেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপারের অফিস কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কনস্টেবল পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মোঃ সাখাওয়াত রব্বানী, পিপিএম এবং মোঃ মমিনুল ইসলাম-এর কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন