![]() |
| \ মোঃ সাইদুর রহমান সাদী \ |
আমাদের যাত্রা শুরু হয়েছিল সীমিত যানজট, সীমিত সুযোগ কিন্তু অপ্রতিরোধ্য সাধনায়। সেই সাধারণ হাতেই আজ এই পত্রিকা দাঁড়িয়ে আছে অঞ্চলজুড়ে জামালপুর থেকে শেরপুর, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যেখানে মানুষের খবর মানে তাদের জীবন, তাদের আশা। সরকারি তালিকাভুক্তি (ডিএফপি) কেবল একটি দৃষ্টান্ত; আসল মর্যাদা আছে পাঠকের আস্থায়, মানুষের নিজস্ব কণ্ঠে। আমি বলতে চাই আমরা খবর ছাপি না মাত্র; আমরা কাহিনি বোনি। এক একটি রিপোর্টের ভেতর থাকে আলোর সন্ধান-বঞ্চিত মানুষের শব্দ, প্রশাসনের বাইরের নীরব ক্ষত, ক্ষুদ্র উদ্যোক্তার অবলীলাভাব, স্কুলছাত্রীর অসমাপ্ত স্বপ্ন এসবই আমাদের কাছে খবর নয়, জীবনের ধারা। মাঠে নেমে কাজ করা সেই দৃঢ় সাংবাদিকরা, যাদের ওপর দাঁড়িয়ে সংবাদপত্রের কক্ষপথ চলেছে, তাদের নিরব ত্যাগ ছাড়া এই যাত্রা সম্ভব ছিল না। তাদের প্রতিটি ভিজে পড়া খবর, প্রতিটি দেরি করে আনা প্রতিবেদন সেই ধারাবাহিকতাই আমাদের শক্তি।
আমরা বহুবার ভেঙেছি, পুনরুদ্ধার করেছি; সমালোচনা নিয়ে এসেছে ক্ষতকাম, প্রশংসা দিয়েছে প্রেরণা। কখনো সংবাদ চাপা পড়েছে অনুকূলতার ছায়ায়, কখনো সত্য স্রোতে ভাসিয়ে দিয়েছে মানুষের আশা এই লড়াই কখনোই একরং নয় কিন্তু একটিই অদল বদল সত্যকে স্থিত রাখার চেষ্টায় আমাদের অগ্রগতি। আমাদের নীতির ওপর আপস নেই; আমাদের কলমকেই আমরা রেখেছি মানুষের হাতে আস্থা ফিরিয়ে দেওয়ার অস্ত্র হিসেবে।
ডিজিটাল যুগ এসেছে, খবরে গতি বাড়েছে, ভ্রান্ত তথ্যের ছড়াছড়ি দেখা গেছে; তবু বিশ্বাস করি ভাল সাংবাদিকতা সমাবর্তিত হলে অসত্যের গোলকধাঁধা ভেঙে পড়বে। আমরা পাঠকের কণ্ঠকে আরো কাছে নিয়ে আসে তবু কলমে লুকিয়ে থাকা বিবেকই আমাদের পথপ্রদর্শক। সংবাদ হবে দ্রুত কিন্তু সত্যকে থাকবে ধৈর্য এটাই আমাদের অবস্থান।
তেরোতম বছরের সীমানায় দাঁড়িয়ে, আমাদের পরিকল্পনা সরল আরও গভীর তদন্ত, আরও মানবিক রিপোর্টিং আরও তরুণরের প্রশিক্ষণ। আমরা চাই স্থানীয় কন্ঠগুলো যেন অবস্থান হারায় না, চাই তাদের কাহিনি স্থানীয় সীমা ছাড়িয়ে নীতিনির্ধারকদের নজরে আসুক। আমাদের লক্ষ্য সংবাদকে শুধু তথ্য না রেখে, পরিবর্তনের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা। এই পথচলার প্রতিটি ধাপে পাঠকের অংশগ্রহণ ছিল মূল ভিত্তি। আপনারা কল দিয়েছেন, গাল দিলেন, প্রশংসায় উল্লাসিত করেছেন এসবই আমাদের পরামর্শক ও নড়াইল।
১২ বছরের জমানো অভিজ্ঞতা নিয়ে, ১৩তম বছরে আমাদের অঙ্গীকার সোজা: সত্যের পক্ষে অবিচল, মানুষের কণ্ঠস্বরের প্রতি নিবেদিত, সাংবাদিকতার নৈতিকতায় স্থির। আমরা হাঁটব কদাচিৎ হোঁচট খেলেও, আবার উঠে দাঁড়িয়ে কারণ আমাদের কলম মানুষের জন্য, আর মানুষের জন্যই আমরা থাকব।
লেখক : নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন