বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং জেলা আইনজীবী সমিতির প্রয়াত আইনজীবীদের রুহের মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাদ জোহর জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এম কে মুরাদ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সামিউল ইসলাম আতাহার এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও জেলা আদালতের বিজ্ঞ জিপি আলহাজ্ব অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব।
এছাড়াও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো. আশরাফুল আলম (লিচু), সহ-সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ (বাচ্চু), সহ-সাধারণ সম্পাদক মো. রেজুয়ান উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস. আর. জয়, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. আবু জাফর, অডিটর আব্দুর রব আল আমিন (খোকন)সহ নির্বাহী সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান-০২, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান (রাজীব), অ্যাডভোকেট মোহাদ্দিস নাফে দিশান ও অ্যাডভোকেট মো. আব্দুল আজিজ (সজিব রানা)।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং প্রয়াত আইনজীবীদের পেশাগত সততা ও নিষ্ঠার কথা স্মরণ করেন। শেষে বিশেষ মোনাজাতে সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন