জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটির উপরিভাগ ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পরিচালিত ওই অভিযানে মাটির উপরিভাগ উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।অভিযানকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এলাকায় মাটির উপরিভাগ উত্তোলনের অপরাধে খোকন মিয়া নামের এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করে তা ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন