শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা: চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা পুলিশের নভেম্বর–ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ প্রবণতা নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ডিসেম্বর ২০২৫ মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ও দায়িত্ব পালনে দক্ষতার স্বাক্ষর রাখায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১০ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এরপর জেলার প্রতিটি থানার অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি ও চলমান তদন্ত কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মাদক উদ্ধার অভিযান জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চুরি ও ছিনতাই প্রতিরোধে থানা পুলিশের তৎপরতা আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত পুলিশি সেবা পৌঁছে দিতে থানা পর্যায়ে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)