শেরপুরের পানাত্তেপাড়া নিবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম মোল্লার পিতা, সিনিয়র দলিল লেখক এবং শেরপুর এস.আর. অফিস জামে মসজিদের সাবেক সেক্রেটারি আলহাজ্ব আব্দুল হাই মোল্লা (রহ.) আর নেই।
বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের প্রথম জানাজা নামাজ শুক্রবার সকাল ১১টায় নবীনগর নিজ বাড়ি সংলগ্ন পানাত্তেপাড়া মোড়ে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ জুম্মা দ্বিতীয় জানাজা নামাজ জঙ্গলদী দক্ষিণপাড়ায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, শেরপুর সদর আসনের এমপি পদপ্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন।
আলহাজ্ব আব্দুল হাই মোল্লার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনসহ এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন