শেরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শ্রীবরদীর ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ ও বহির্গমনের পথসহ সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তাঁরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোটকেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের উৎসাহ প্রদান করেন। তাঁরা জানান, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে।
এ সময় উপ-পরিচালক (এনএসআই), শেরপুর; শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ; শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই সরেজমিন পরিদর্শনের ফলে ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)