শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারি ২০২৫ খ্রিঃ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, “জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জেলার কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অর্থ লেনদেন বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। “এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানাতে পারেন,”—বলে তিনি উপস্থিতদের আশ্বস্ত করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের আমরা এক চোখে দেখব।”
জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করবে এবং এ বিষয়ে পুলিশ সুপারও তার সাথে একমত পোষণ করেছেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা নিজ নিজ মতামত তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন— শেরপুর সেনা ক্যাম্পের কর্মকর্তা,
স্থানীয় সরকার উপপরিচালক ও পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ,
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা,
শেরপুর সদরসহ জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাগন,
বিজিবি’র প্রতিনিধি, শেরপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেব্রিন পিয়াংকা, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী, জেলা জামায়াত ইসলামীর শুরা সদস্য আলহাজ্ব জাকারিয়া আব্দুল বাতেন, এনসিপি শেরপুর জেলা আহ্বায়ক ও এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ লিখন, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন