সুলতানা আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।।
শেরপুর সদর আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ এর সমর্থনে পাকুড়িয়া ইউনিয়নের বটতলা বাজারে এক বিশাল গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রাবার ১৭ অক্টোবর বিকালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই গণজমায়েতে বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী ঢাক-ঢোল, ধানের শীষের প্রতীক ও নানা সাজে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। উপস্থিত সবাই এক কণ্ঠে দাবি জানান—শেরপুর সদর আসনে এমপি পদে মোঃ শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দিতে হবে।
গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এই জনসমুদ্র প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। আমি জনগণের এই ভালোবাসা ও প্রত্যাশাকে সম্মান জানাই। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। যদি দল আমাকে আস্থা রাখে, আমি শেরপুর সদরবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করব।”
তিনি আরও বলেন, “আমার মনোনয়ন নয়, এটা আপনাদের মনোনয়ন—জনগণের মনোনয়ন। আজ আপনারা যেভাবে একত্রিত হয়েছেন, এটি আমাদের আন্দোলনের শক্তি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপম, কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শিপন, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, আহ্বায়ক কমিটির সদস্য হাসানুর রেজা জিয়া, শিক্ষা সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল, এবং যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, তাতী দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ দেলোয়ার হোসেন ক্রিসেন্ট।আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন