.jpg) |
\ মোঃ রাশেদুর রহমান রাসেল \ |
বিগত কয়েক দশকে প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে। তথ্যপ্রযুক্তির প্রসারে এখন মানুষ আগের চেয়ে বেশি সংযুক্ত, দক্ষ এবং সুযোগসুবিধাপ্রাপ্ত। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, প্রশাসনসহ প্রতিটি খাতে প্রযুক্তি অভাবনীয় উন্নতি এনেছে। তবে প্রযুক্তির অপব্যবহারও বাড়ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের যোগাযোগ সহজ করেছে, কিন্তু একইসঙ্গে ভুল তথ্য প্রচার, সাইবার অপরাধ ও আসক্তির মতো সমস্যাও সৃষ্টি করেছে। অনলাইনে প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি ও সাইবার বুলিং এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে বাস্তব জীবনের সামাজিক দক্ষতা হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রযুক্তির সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার থেকে শিশু-কিশোরদের সঠিক প্রযুক্তি ব্যবহারের শিক্ষা দিতে হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে। পাশাপাশি, প্রযুক্তিকে জনকল্যাণে কাজে লাগানোর জন্য গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্ব দিতে হবে।
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন মনে করে, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এটি উন্নয়নের হাতিয়ার হবে, আর ভুল পথে পরিচালিত হলে সমাজের জন্য হুমকি হয়ে উঠবে। তাই সময় এসেছে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করার।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন