উদীয়মান কবি মোঃ মামুনুর রশীদের সাহিত্যজগতে পথচলা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

কবি মোঃ মামুনুর রশীদ (মামুন)

মোঃ সাইদুর রহমান সাদী \

বাংলাদেশের সাহিত্যাঙ্গনে নতুন উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছেন কবি মোঃ মামুনুর রশীদ (মামুন)। জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জালালের পাড়া গ্রামে ২০০৩ সালের ১৭ই মে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মোঃ জুলহাস উদ্দিন একজন দিনমজুর এবং মাতা মোছাঃ মোমেনা বেগম একজন গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে তিনি বাবা-মায়ের আদরের দ্বিতীয় সন্তান।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ ছিল মামুনুর রশীদের। কবিতার প্রতি তার ভালোবাসা তাকে ধীরে ধীরে সাহিত্যচর্চার পথে নিয়ে যায়। তিনি বাংলাদেশ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঝাউগড়া বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাজীবনের পাশাপাশি সাহিত্যচর্চা করে তিনি নিজেকে তুলে ধরেছেন একজন প্রতিভাবান কবি হিসেবে।

২০১৭ সালের ২৫শে জুলাই তার লেখা প্রথম কবিতা ‘কুটামনির একটি ছেলে’ প্রকাশিত হয় “সত্যের সন্ধানে প্রতিদিন” পত্রিকায়। এরপর থেকেই তিনি নিয়মিতভাবে কবিতা লিখে চলেছেন। তার কবিতায় দেশ, প্রকৃতি ও বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। বিভিন্ন অনলাইন পত্রিকায়ও তার লেখা প্রকাশিত হয়েছে, যা পাঠকের মন জয় করেছে।

তার লেখা বেশ কয়েকটি উল্লেখযোগ্য কবিতা রয়েছে, ‘নেই আমি সুখে’, ‘বুঝবে সেদিন তুমি’, ‘স্বপ্ন মাখা চোখে’, ‘রূপবতী কন্যা তুমি’, ‘তোমার কথা পড়েছে মনে’, ‘প্রেম’, ‘বদলেছে তোমার দিন’, ‘ভুলা যায় না তোরে’, ‘মনে রাখিস’, ‘কাঁদালি আমায়’, ‘দুঃখ হলো আপন’, ‘থাকিস রে তুই ভালো’, ‘মাদ্রাসা’, ‘আমার গ্রাম’, ‘বাবই পাখি’, ‘ফুল ফুটেছে’, ‘নিষ্ঠুর ও বেঈমান’, ‘রাত নিঝুম’, ‘আমি হতে চাই’, ‘টাকা’, ‘নদী’, ‘আমি ভালোবাসি’, ‘দোয়েল পাখি’, ‘কবর দেশের যাত্রী’, ‘মুয়াজ্জিমের ডাক’, ‘করোনা’, ‘জীবনটাকে গড়ো’, ‘ফেব্রুয়ারি’, ‘মা আমার মা’ সহ আরও অনেক অসাধারণ কবিতা লিখেছেন।

গ্রামের মানুষ তাকে ভালোবেসে ‘ছোট্ট কবি’ বলে ডাকে, যা তার প্রতি তাদের অকৃত্রিম স্নেহের প্রকাশ। ভবিষ্যতে তিনি আরও সাহিত্যচর্চা করে বাংলা সাহিত্যে অবদান রাখতে চান।

তার স্বপ্ন একদিন সাহিত্য জগতে নিজের নাম উজ্জ্বল করা এবং কবিতার মাধ্যমে মানুষের মন জয় করা। তিনি তার সাহিত্যযাত্রায় সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন এবং বিশেষ করে তার বাবা-মায়ের জন্য সবার দোয়া কামনা করেন।



প্রথম কবিতা



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)