মন্তব্য কলাম - যৌক্তিক দাবিতে থামা যাবে না, কিন্তু বিশৃঙ্খলা চলবে না

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

\ মোঃ রাশেদুর রহমান রাসেল \

বাংলাদেশ আন্দোলনের দেশ—এ কথা বলা হয় গর্বভরে। ভাষার জন্য আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, শিক্ষার জন্য আন্দোলন—প্রতিটি ঐতিহাসিক অর্জনের পেছনেই ছিল সংগঠিত গণচেতনার বিস্ফোরণ। কিন্তু দুঃখজনকভাবে, এই মহত্ত্বপূর্ণ হাতিয়ারটি আজ নানা উদ্দেশ্যপ্রণোদিত মহলের হাতে ব্যবহৃত হচ্ছে স্বার্থান্বেষী এজেন্ডা বাস্তবায়নের কাজে।

সাম্প্রতিক সময়ে চোখে পড়ে, প্রায় প্রতিটি বিষয়ে—হোক তা চাকরির বিজ্ঞপ্তির তারিখ পরিবর্তন, ভর্তি পরীক্ষার পদ্ধতি, কিংবা ব্যক্তিগত বা দলীয় ইগো—আন্দোলনের নামে হঠাৎ রাস্তায় নেমে পড়া যেন নতুন এক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এই ‘অভ্যাসগত আন্দোলন’ কেবল জনজীবন ব্যাহত করছে না, শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ পথও অনিশ্চিত করে তুলছে।
সরকারবিরোধী মত বা দাবি জানানো নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু গণতন্ত্রের এই অধিকার মানে কখনোই জনদুর্ভোগ সৃষ্টি করা, রাষ্ট্রীয় সম্পদে আগুন লাগানো বা গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত করা নয়। গণতন্ত্র মানে ‘আমি যা চাই, এখনই চাই’—এই মানসিকতা নয়। এর মানে হলো, যুক্তি দিয়ে, শান্তি দিয়ে, আইন মেনে দাবি তোলা এবং সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করা।
আমরা দেখছি, কোনো দাবির পক্ষে সঠিক নীতিগত অবস্থান তুলে ধরার বদলে হঠাৎ করে রাজপথ দখল, জনদুর্ভোগ সৃষ্টি, সরকারি প্রতিষ্ঠান অচল করে দেওয়ার প্রবণতা বাড়ছে। এতে যে ক্ষতি হচ্ছে, তা শুধুই সরকারের নয়—পুরো দেশের। বিশেষ করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন পরীক্ষার সময় ক্লাস বর্জন করে বা অন্যদের বাধ্য করে রাস্তা অবরোধে, তখন প্রশ্ন জাগে—আন্দোলন কি তাদের ভবিষ্যৎ গড়ছে, না বরং ভেঙে দিচ্ছে?
তবু আমরা এটাও বলি—যৌক্তিক আন্দোলন থেমে থাকা উচিত নয়। যখন কোনো দাবি মানুষের মৌলিক অধিকারকে স্পর্শ করে, শিক্ষার্থীদের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠে, বা প্রশাসনের সিদ্ধান্তে বৈষম্য দেখা দেয়—তখন সেই দাবি অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে তুলে ধরতে হবে। শান্তিপূর্ণ, রূপরেখাসম্পন্ন, স্বচ্ছ ও জনগণকে সঙ্গে নিয়ে করা প্রতিবাদ কখনোই জনবিরোধী নয়—বরং তা রাষ্ট্র ও সমাজের জন্য ইতিবাচক শক্তি।
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন মনে করে, আন্দোলনের নামে যারা পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। একইসঙ্গে সরকার ও সংশ্লিষ্ট মহলকেও নিশ্চিত করতে হবে, যেন প্রকৃত সমস্যাগুলোকে অগ্রাহ্য না করা হয়। এই দেশে আন্দোলন হবে—তবে সেটি হবে যুক্তির, জনস্বার্থের এবং জাতির কল্যাণে। অহেতুক নয়, প্রগতিশীলতা ও প্রতিবাদের গৌরবময় ঐতিহ্য বজায় রেখেই।
লেখক : সম্পাদক ও প্রকাশক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)