জামালপুর জেলার প্রশাসনিক কাঠামো: সাত উপজেলা, সাত রঙের বৈচিত্র্য

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ সাইদুর রহমান সাদী \ 
জামালপুর জেলা শুধু ঐতিহ্য নয়, এটি একটি প্রশাসনিক পরিপক্বতার মূর্ত প্রতিচ্ছবি। এই জেলার সার্বিক কার্যক্রম মূলত সাতটি উপজেলা ঘিরেই বিস্তৃত, যাদের প্রত্যেকটি আলাদা বৈশিষ্ট্য ও সাংগঠনিক গঠনে গড়া। প্রশাসনিক কাঠামোর ওপর ভিত্তি করেই জেলার উন্নয়ন, নাগরিক সেবা ও পরিকল্পনার রূপরেখা নির্ধারিত হয়। সবচেয়ে বড় আয়তনের উপজেলা জামালপুর সদর, যার আয়তন ৫০৮.৮১ বর্গকিলোমিটার। এ উপজেলায় রয়েছে একমাত্র জেলা সদর পৌরসভা এবং অন্তর্ভুক্ত রয়েছে ১৫টি ইউনিয়ন— কেন্দুয়া, শরীফপুর, লক্ষ্মীরচর, তুলশীরচর, ইটাইল, নরুন্দি, ঘোড়াধাপ, বাঁশচড়া, রানাগাছা, শ্রীপুর, শাহবাজপুর, তিতপল্লা, মেষ্টা, দিগপাইত এবং রশিদপুর। এই উপজেলার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর অন্যতম জামালপুর শহরই জেলার প্রশাসনিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র।
অন্যদিকে ইসলামপুর উপজেলা, ৩৫৩.৩২ বর্গকিলোমিটার আয়তনের এ অঞ্চলটিও প্রশাসনিক গুরুত্বে পিছিয়ে নেই। ইসলামপুর পৌরসভা ছাড়াও এখানকার ১২টি ইউনিয়ন কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, ইসলামপুর, পাথর্শী, পলবান্ধা, গোয়ালেরচর, গাইবান্ধা, চর পুটিমারী এবং চর গোয়ালিনী ইউনিয়ন নদী, চর ও মূল ভূখণ্ড মিলিয়ে এক অনন্য ভৌগোলিক বৈচিত্র্য বহন করে।
দেওয়ানগঞ্জ, ২৬৭.৫১ বর্গকিমি আয়তনের উপজেলা, যেখানে দেওয়ানগঞ্জ পৌরসভা ছাড়াও রয়েছে ৮টি ইউনিয়ন ডাংধরা, চর আমখাওয়া, পার রামরামপুর, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানী, চুকাইবাড়ী এবং দেওয়ানগঞ্জ।
সরিষাবাড়ী উপজেলা, আয়তনে ২৬৩.৫০ বর্গকিমি, পরিচিত দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে। এখানে আছে সরিষাবাড়ী পৌরসভা এবং সাতপোয়া, পোগলদীঘা, ডোয়াইল, আওনা, পিংনা, ভাটারা, কামরাবাদ এবং মহাদান ৮টি ইউনিয়ন। তুলনায় আয়তনে কিছুটা ছোট হলেও মেলান্দহ উপজেলা (২৫৮.৩৩ বর্গকিমি) প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ। এটি জেলায় একমাত্র উপজেলা যেখানে রয়েছে দুটি পৌরসভা—মেলান্দহ ও হাজরাবাড়ী। ১১টি ইউনিয়ন দুরমুট, কুলিয়া, মাহমুদপুর, নাংলা, নয়ানগর, আদ্রা, চর বানিপাকুরিয়া, ফুলকোচা, ঘোষেরপাড়া, ঝাউগড়া এবং শ্যামপুর।
বকশীগঞ্জ উপজেলা, ২৩৮.৩০ বর্গকিমি আয়তনের এই উপজেলা সীমান্তবর্তী হওয়ায় এখানে নদী ও চরভিত্তিক ইউনিয়নের সংখ্যা বেশি। বকশীগঞ্জ পৌরসভা ছাড়াও এখানে রয়েছে ৭টি ইউনিয়ন— ধানুয়া কামালপুর, বগারচর, বাট্টাজোড়, সাধুরপাড়া, বকশীগঞ্জ, নিলাখিয়া এবং মেরুরচর।
সবশেষে রয়েছে মাদারগঞ্জ উপজেলা, যার আয়তন ২২৫.৩৯ বর্গকিমি। মাদারগঞ্জ পৌরসভা ছাড়াও এর ইউনিয়নগুলো— চর পাকেরদহ, কড়ইচড়া, গুনারীতলা, বালিজুড়ী, জোড়খালী, আদারভিটা এবং সিধুলী—প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষিভিত্তিক জীবিকায় বৈচিত্র্যময়।
জামালপুরের সাতটি উপজেলা যেন সাতটি গল্প—আয়তনের ভিন্নতা, ইউনিয়নের সংখ্যা, পৌরসভার উপস্থিতি—সব মিলিয়ে জেলার প্রশাসনিক বৈশিষ্ট্যকে করে তোলে অত্যন্ত সুসংগঠিত ও অনন্য। এই কাঠামোর শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই জামালপুর জেলা এগিয়ে যাচ্ছে উন্নয়নের দৃশ্যমান পথে। সামগ্রিকভাবে, প্রতিটি উপজেলার পৃথক কাঠামো, চাহিদা ও সম্ভাবনার দিকে নজর রেখেই জেলা প্রশাসনের কাজ চলমান—যার ফলশ্রুতিতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নাগরিক সুবিধা পৌঁছচ্ছে আরও বিস্তৃত পরিসরে। এটা শুধু প্রশাসনিক গঠন নয়, বরং জেলার প্রাণপ্রবাহের ধারাবাহিক রূপরেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)